মুগ ডাল দই বড়া /vibsk-01

মুগ ডাল দই  বড়া বিউলি ডাল এর থেকে হালকা

 উপকরণ :

Ingredients :   Quantity :
1. মুগ ডাল : ১বাটি
2 পিঁয়াজ : ২(মাঝারি ছোটো ছোটো করে কাটা )
3 ধনেপাতা : ১আঁটি (মিহি করে কাটা )
4 কাঁচা লঙ্কা : ২টি (ছোটো করে কাটা )
5 দই : ২০০গ্রাম
6 লবণ : স্বাদ অনুসারে ভাজা
7 ভাজা ধনে গুঁড়া : ১চামচ
8  পুদিনা চাটনি : ১বাটি
9 বেদানা : ( মনে হলে )
10 তেল : ভাজার জন্য

 

 প্রণালী :

  1. মুগ ডাল কে ২ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিন ৷
  2. ভালো করে বেটে নিন (প্রয়োজনে জল মেশান ) ৷
  3. কড়াই এ তেল গরম করে ছোটো বড়ার আকারে ভেজে নিন ৷
  4. এক এক করে সব বড়া বেশি আঁচে পাল্টে পাল্টে ভেজে নিন লাল করে
  5. গরম জল এ ভেজে নেয়া বড়াগুলি ২০মিনিট ভিজিয়ে রাখুন এই ভাবে ৷বড়াগুলির বেশি তেল বেরিয়ে যাবে আর বড়াগুলি নরম হবে ৷
  6. বড়াগুলি হাত দিয়ে চিপে জল বার করে নিন ৷
  7. এবার দই পুদিনা চাটনি তেঁতুল মিষ্টি চাটনি ভাজা ধনে গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া লবণ স্বাদ অনুসারে ৷
  8. পরিবেশন করার আগে পেঁয়াজ কুচি ,কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি, দই মেশান (প্রয়োজনে বেদানা )দিতে পারেন

জিভে জলআনা মুগডাল দইবড়া তৈরী পরিবেশন করার জন্য ,উপভোগ করুন পরিবার বন্ধুদের সাথে

 

RECIPE STEP BY STEP WITH PICS:

Step 1

1). Soak Moong Daal for 2 hours & rinse the water.

Step 2

2). Add a little water and grind daal to smooth batter. Mix well.

Step 3

3). Heat oil & fry vade.

Step 4

When vade turns golden brown, take them out.

Step 5

5). After taking out from wok, immediately soak vade in hot water for 1/2 n hour.

Step 6

6). Before serving take them out of the water & keep aside.

Step 7

7). Break 4-5 vade in serving plate. Add some curd, mint chutney, tamarind – ginger               powder sweet chutney, roasted cumin powder, red chilli powder and salt as per taste.

Step 8

8). Add some more curd with chopped onion, green chillies and coriander leaves. If you like than add some pomegranate pearls.

Dahi Vade are ready to be served.

SHARE
Previous articleFox Nut Pudding (MakhanaKheer) for Fasting/vibsk-40
Next articleমগু ডাইল দহি বড়া / vibsk-01
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here