আলু -বাদামের স্যালাড (উপোসের জন্য )/ Potato-Peanut Salad For Fasting/vibsk-39

0
553

আলু –বাদামের স্যালাড (উপোসের জন্য )/ Potato-Peanut Salad For Fasting/vibsk-39

রেসিপি ইন বাংলা   হ্যাপি কুকিং

উপকরণ :

উপকরণ : পরিমান
1. আলু সেদ্ধ : ৩-৪টি( চৌক করে কাটা )
2. ধনেপাতা : ১টি ছোট বাটি
3. নারিকেলকোরা : ১টি ছোট বাটি
4. সন্ধান লবণ : স্বাদ অনুসারে
5. কাঁচা লঙ্কা : ১টি মিহি করে কাটা
6. ভাজা জিরে গুঁড়া : ১/৪চামচ
7. বাদাম : ১বড় চামচভেজানো
8. বাদাম তেল : ১চামচ
9. লেবু : ১/২ (মনে হলে)

 

প্রণালী :

  1. একটি বড় বাটিতে চৌক করে কাটা সেদ্ধ আলু ,মিহি করে কাটা ধনেপাতা,নারিকেল কোরা

সন্ধান লবণ,কাঁচা লঙ্কা,ভাজা জিরে গুঁড়া,ভেজানো বাদাম ও বাদামতেল দিয়ে মেশান।

2. অর্দ্ধেক লেবুর রস  দিয়ে ভালো করে মেশান।

3. আলু -বাদামের স্যালাড তৈরি।

        উপোসের দিনে পরিবেশন করুন

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

  1. একটি বড় বাটিতে চৌক করে কাটা সেদ্ধ আলু ,মিহি করে কাটা ধনেপাতা,নারিকেল কোরা সন্ধান লবণ,কাঁচা লঙ্কা,ভাজা জিরে গুঁড়া,ভেজানো বাদাম ও বাদামতেল দিয়ে মেশান।

Step-2

2. অর্দ্ধেক লেবুর রস  দিয়ে ভালো করে মেশান।

Step-3

3.আলু -বাদামের স্যালাড তৈরি।

  উপোসের দিনে পরিবেশন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here