ডিমের ভুজিয়া ও পাওভাজি ব্রেড /Scrambled Egg & Pav/vibsk-31
রেসিপি ইন বাংলা হ্যাপি কুকিং
উপকরণ :
উপকরণ | : | পরিমান | |
1. | ডিম | : | ৭টি |
2. | কাঁচা লঙ্কা | : | ২-৩টি (কাটা ) |
3. | পিঁয়াজ | : | ১টি মাঝারি মাপের (মিহি করে কাটা ) |
4. | পাও ব্রেড /ব্রেড | : | ৬পিস |
5. | বাটার | : | ২চামচ |
6. | লবণ | : | স্বাদ অনুসারে |
7. | গোলমরিচ গুঁড়া | : | আন্দাজ মত |
8. | তেল | : | ১চামচ |
প্রণালী :
- অল্প লবণ মিশিয়ে ডিম ফেটিয়ে নিন।
- নন স্টিক প্যানে বাটার লাগিয়ে পাও/ব্রেড সেকে নিন।
- একই প্যানে তেল গরম করুন বেশি আঁচে।
- পিঁয়াজ দিয়ে নাড়ুন ,কাঁচা লঙ্কা মেশান।
- ভাজুন পিঁয়াজ নরম হলে গ্যাস কম করে দিন।
- এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিন আর নাড়তে থাকুন যতক্ষণ না ডিম
- ছোট ছোট পিস হয় ও জল শুকিয়ে যায়।
- গ্যাস কমিয়ে নিন আর নেড়ে নেড়ে ১মিনিট রান্না হতে দিন।
ডিমের ভুজিয়া তৈরি ,পরিমান মতো গোলমরিচ দিয়ে পাও /ব্রেড এর সাথে গরম গরম পরিবেশন করুন।
Watch video here: