ডিমের ভুজিয়া ও পাওভাজি ব্রেড /Scrambled Egg & Pav/vibsk-31  

0
824

ডিমের ভুজিয়া পাওভাজি ব্রেড /Scrambled Egg & Pav/vibsk-31  

রেসিপি ইন বাংলা    হ্যাপি কুকিং

 

উপকরণ :

  উপকরণ : পরিমান
1. ডিম : ৭টি
2. কাঁচা লঙ্কা : ২-৩টি (কাটা )
3. পিঁয়াজ : ১টি মাঝারি মাপের (মিহি করে কাটা )
4. পাও ব্রেড /ব্রেড : ৬পিস
5. বাটার : ২চামচ
6. লবণ : স্বাদ অনুসারে
7. গোলমরিচ গুঁড়া : আন্দাজ মত
8. তেল : ১চামচ

 

প্রণালী :

  1. অল্প লবণ মিশিয়ে ডিম ফেটিয়ে নিন।
  2. নন স্টিক প্যানে বাটার লাগিয়ে পাও/ব্রেড সেকে নিন।
  3. একই প্যানে তেল গরম করুন বেশি আঁচে।
  4. পিঁয়াজ দিয়ে নাড়ুন ,কাঁচা লঙ্কা মেশান।
  5. ভাজুন পিঁয়াজ নরম হলে গ্যাস কম করে দিন।
  6. এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিন আর নাড়তে থাকুন যতক্ষণ না ডিম
  7. ছোট ছোট পিস হয় ও জল শুকিয়ে যায়।
  8. গ্যাস কমিয়ে নিন আর নেড়ে নেড়ে ১মিনিট রান্না হতে দিন।

 ডিমের ভুজিয়া তৈরি ,পরিমান মতো গোলমরিচ দিয়ে পাও /ব্রেড এর সাথে গরম গরম পরিবেশন করুন

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

1. For scrambled eggs, whisk the eggs.

Step-2

2. Add salt, beat again and keep aside.

Step-3

3. Heat the griddle or non-stick pan. Apply butter on pav and roast. Keep aside.

Step-4

4. On the same pan, heat oil on high flame.

Step-5

5. Add onions and stir. Add green chillies.

Step-6

6. Stir and cook till onions are soft. Bring flame to medium.

Step-7

7. Add the whisked eggs. Stir continuously till the mixture curdles and all moisture evaporates.

Step-8

8. Bring down the flame to lowest. Keep stirring and cook for 1 minute.

Step-9

9. Scrambled eggs is ready. Sprinkle crushed black pepper.

Serve hot with Pav.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here