স্টাফ ক্যাপসিকাম -1/Stuffed Capsicum/vibsk-22

0
462

স্টাফ ক্যাপসিকাম1/vibsk-22

উপকরণ :

  উপকরণ : পরিমান
1. সবুজ ক্যাপসিকাম : ৪টি
2. সেদ্ধ আলু : ৪টি মাঝারি
3. পিঁয়াজ : ২টি মাঝারি (মিহি করে কাটা )
4. কাঁচা লঙ্কা : ৩টি
5. কারিপাতা : ১০-১৫টি
6. ধনেপাতা : ১আঁটি (মিহি করে কাটা )
7. হিং : ১/২চামচ
8. জিড়ে : ১চামচ
9. সর্ষে : ১চামচ
10. লাললঙ্কা গুঁড়া : ১চামচ
11. হলুদ গুঁড়া : ১চামচ
12. জোয়ান : ১/২চামচ
13. ধনেগুঁড়া : ১চামচ
14. গরম মশলা : ১/২চামচ
15. আমচুর গুঁড়া : ১-১/২চামচ
16. লবণ : স্বাদ অনুসারে
17. ঘি /তেল/বাটার : ১চামচ

 

 প্রণালী :

  1. ক্যাপসিকাম কেটে ভেতর থেকে বিচি বার করে নিন  l
  2. সেদ্ধ আলু মেখে নিন l
  3. প্যানে তেল গরম করে সর্ষে ফোড়ন দিন l
  4. সর্ষে ভাজা হলে জিড়ে ,হিং ,কারিপাতা ও কাঁচালঙ্কা দিয়ে নাড়ুন l
  5. একটু পরে মিহিকরে কাটা পিঁয়াজ দিয়ে ভাজুন নরম না হওয়া পর্যুন্ত l
  6. এবার হলুদ,লবণ ,জোয়ান ,গরম মশলা ,আমচুর ,ধনেগুঁড়া ,লাললঙ্কা  গুঁড়া মেশান ও ভালো করে      ভাজুন ১মিনিট l
  7. আলু মশলার সাথে ভালোকরে মিশিয়ে ৭-৮মিনিট কম আঁচে রান্না হতে দিন l
  8. স্টাফ তৈরি ,গ্যাস বন্ড করে ধনেপাতা মেশান l
  9. আলুর স্টাফ আস্তে করে ক্যাপসিকামের ভেতরে ভরুন l
  10. প্যানে তেল গরম করে গ্যাসের আঁচ কমকরুন l
  11. হালকা করে স্টাফ ক্যাপসিকাম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিন কম আঁচে l
  12. ভালো করে ভাজাহলে গ্যাস বন্দ করে নাবিয়ে নিন l

     গরম  স্টাফ ক্যাপসিকাম পরিবেশন করুন লাঞ্চ /ডিনারএর সাথে  l

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

1. Cut the stalk & remove all the seeds from all the capsicums. Keep aside.

Step-2

2. Mash boiled potatoes coarsely & keep aside.

Step-3

3. Heat oil in a pan & add mustard seeds. When it starts cracking add, cumin seeds, asafoetida, curry leaves & green chillies. Keep stirring.

Step-4

4. After few seconds, add finely chopped onions. Roast till onions are soft. Then, add turmeric powder, salt, carom seeds, garam masala, dry mango powder, coriander powder & red chilli powder. Mix well & roast for 1 minute.

Step-5

5. Add mashed potatoes & mix thoroughly with masala. Cook for 7-8 minutes on low flame. Stuffing is ready. Take it off the flame & add finely chopped fresh  leaves. Mix well & keep aside.

Step-6

6. Stuff all the bell peppers/capsicum with potato stuffing. Keep aside.

Step-7

7. Heat oil in a pan & bring down the flame to low. Shallow fry stuffed capsicums from all the sides on low flame. When all sides are done take it off the flame.

Step-8

 Serve hot as side dish with Lunch/Dinner.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here