ফক্স নাট পুডিং (মাখানার পায়েস) উপোসের জন্য /Fox Nut Pudding/vibsk-40
রেসিপি ইন বাংলা হ্যাপি কুকিং
উপকরণ :
উপকরণ | : | পরিমান | |
1. | ১ ফক্স নাট (মাখানা ) | : | ১বাটি |
2. | দুধ | : | ১লিটার |
3. | চিনি | : | স্বাদ অনুসারে |
4. | স্বাদ অনুসারে | : | ১০-২০ছোট করে কাটা |
5. | পেস্তা | : | ২০গ্রামছোট করে কাটা |
6. | কাজু বাদাম | : | ১০-২০ছোট করে কাটা |
7. | দেশি ঘি | : | ২চামচ |
প্রণালী :
- একটি বড় পাত্রে ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করুন।
- হালকা করে ফক্স নাট ভেজে নিন।
- একই পাত্রে দুধ ফুটিয়ে ঘন হতে দিন বেশী আঁচে।
- গ্যাসকমিয়ে দিয়ে দুধ নেড়ে নেড়ে ঘন করুন।
- দুধ ফোটাবার সময় পাত্রের গায়ে লেগে থাকা দুধের অংশ তুলে দুধে মিশিয়ে নিন।
- কাজু বাদাম ,আমন্ড দিয়ে দুধ আরো একটু ঘন কে করুন।
- দুধ ঘন হয়ে কমেগেলে চিনি মেশান ,৫মিনিট আরো ফুটিয়ে গ্যাস বন্ধ করুন।
- ফক্স নাট পায়েস (মাখানা ক্ষীর )তৈরি।
- পেস্তা দিয়ে সাজিয়ে দিন।
উপোসের সময় গরম /ঠান্ডা যে কোনো ভাবে খেতে ভালো লাগবে।
Watch video here: