তেঁতুল -আদার চাটনি/vibsk-03
Read In English: Tamarind-Dry Ginger Dip
উপকরণ :
উপকরণ | : | পরিমান | |
1. | তেঁতুল | : | ৫০গ্রাম |
2. | ধনে (গোটা ) | : | ১চামচ |
3 | হিং | : | ১/২চামচ |
4. | লাল লঙ্কা গুঁড়া | : | স্বাদ অনুসারে |
5. | শুকনো আদা গুঁড়া | : | ৩-৪চামচ |
6. | কালোজিরা | : | ১চামচ |
7. | গুড় | : | ২৫০গ্রাম |
8. | লবণ | : | স্বাদ অনুসারে |
9. | কলা | : | ১টি (পাকা ,চাইলে ) |
10. | ১০.কিসমিস |
প্রণালী :
- তেঁতুল কে ২ ঘন্টা গরম জলএ ভিজিয়ে রাখুন I
- তেঁতুল এর কাথ বার জলে মিশিয়ে নিন I
- অল্প আঁচে পাত্রে তেল গরম করুন I
- গরম তেল এ একে একে ধনে ,কালাজিরা ,হিং ও আদা গুঁড়া হালকা করে ভেজে নিন (পুড়ে না যায় )I
- এবার তেঁতুল গোলা মেশান ও নাড়াতে থাকুন এবার লাল লঙ্কা গুঁড়া ,লবণ গুড় মেশান আর ৫মিনিট নাড়াতে থাকুন আঁচ বাড়িয়ে I
- বারে বারে নাড়াতে থাকুন যতক্ষন মিশ্রণ টি ঘন হয় I
- মনে হলে পাকা কলা ছোটো টুকরো করে ও কিসমিস মেশাতে পারেন I
তেঁতুল -আদার চাটনি তৈরি পরিবেশনের জন্য নানা রকম খাবারের সাথে l
Recipe Step By Step With Pics:
Step-1
-
Soak tamarind in warm water for 2 hours.
Step-2