কচুপাতার বড়া/Patode/vibsk-09
Read This Recipe In English: Patode/Patrode/Saina
উপকরণ :
উপকরণ : | পরিমান: | ||
1. | কচুপাতা | : | ১৫টি (৩টি বান্ডিলের জন্য ) |
2. | খোসা সহ বিউলিরডাল | : | ১বাটি |
3. | খোসাসহ ছোলারডাল | : | ১বাটি |
4. | হলুদ | : | ১-১/২চামচ |
5. | আমচুরগুড়া | : | ২চামচ |
6. | লাল লঙ্কা গুঁড়া | : | ২চামচ |
7. | হিং | : | ২চামচ |
8. | ধনেগুঁড়া | : | ৩চামচ |
9. | গরম মশলা | : | ১চামচ |
10. | লবণ | : | স্বাদ অনুসারে |
11. | আদা রসুন বাটা | : | ১চামচ (প্রয়োজন হলে) |
12. | সর্ষের তেল | : | ভাজারজন্যে |
প্রণালী :
- বিউলিরডাল ও ছোলারডাল কে সারারাত ভিজিয়ে রাখুন ।
- জল ঝড়িয়ে ডাল গুলি কে বেটে নিন ।
- ডাল বাটার সাথে হলুদ ,আমচুর গুঁড়া ,গরম মশলা ,ধনেগুঁড়া ,লাললঙ্কা গুঁড়া , হিং ,আদা রসুন বাটা ( চাইলে ) ও লবণ ভালো করে মেশান ।
- কচুপাতা ধুয়ে জল মুছে নিন ।
- কচুপাতা কে একটি প্লেটের উপর রেখে ডালবাটা মাখান ।
- এই বা ভাবে একটা পাতার উপর একটা পাতা রাখুন আর ডালবাটা মাখান ।
- দুই ধার দিয়ে মুড়ে বান্ডিল বানান ।
- এই ভাবে ২-৩টি বান্ডিল বানিয়ে নিন ।
- একটি পাত্রে জল গরম করতে দিন ও উপরে একটি ছাকনি রাখুন ।
- ছাকনিতে তেল মাখিয়ে বানিয়ে রাখা বান্ডিল গুলো রাখুন ও চাপা দিয়ে দিন ।
- ৫৫মিনিট ধরে ভাপাতে দিন প্রথমে ১০মিনিট বেশি আঁচে ।
- ৪৫ মিনিট কম আঁচে ।
- গ্যাস নিভিয়ে ঠান্ডা হতে দিন ।
- ঠান্ডা হলে গোলগোল করে কেটে নিন ।
- এবার তেল গরম করে লাল করে ভেজে নিন ।
এগুলি ভাপা ,হালকা ভাজা বা লালকরে ভেজে গরম চা এর সাথে পরিবেশন করুন ।
Watch Video Here:
Recipe Step By Step:
Step-1
1. Soak the lentils (daal) overnight.
Step-2
2. Strain and grind soaked lentils to coarse batter.
Step-3
3. Add turmeric powder, dry mango powder (aamchoor), garam masala, coriander powder, red chilli powder, asafoetida (hing), ginger-garlic paste (optional) and salt to batter. Mix well.
Step-4
4. Wash the Colocasia leaves and dry them.
Step-5
5. Place 1 leaf rib side up on the cutting board and apply batter all over the leaf (can place rib side down also).
Step-6
6. Place 2ndleaf on top of 1st Next place 3rd, 4th & 5th leaf.
Step-7
7. Now fold from both the sides and apply batter.
Step-8
8. Next fold it from up side and down side making it into a bundle.
Step-9
9. Make 2nd& 3rd bundles similarly, with rest of the 10 leaves.
Step-10
10. Boil the water in wok. Place a strainer on top of the wok. Apply oil inside the strainer.
Step-11
11. Put the bundles in the strainer and cover it. Steam-cook for 55 mnts. First 10 minutes on high flame. Bring down the flame to medium and steam-cook for next 45 mnts.
Step-12
12. Put the flame to off and let the Saina/Patode cool down a little.
Step-13
13. Cut Patode in slices.
Step-14
Steamed/Shallow Fried or Deep Fried, patode are tasty in all forms. Serve hot with chutney & tea.