মুলোর আচার/Radish Pickle/vibsk-17

উপকরণ :

উপকরণ:     পরিমান:
1. মুলো : ২টি
2. সর্ষের তেল : ৩চামচ
3. হিং : ১চামচ
4. হলুদ গুঁড়া : ১/২চামচ
5. *পাঁচ ফোঁড়ন : ১চামচ
6. ছোট সর্ষে দানা : ১চামচ
7. লাললঙ্কা গুঁড়া : ১চামচ
8. লবণ : স্বাদ অনুসারে

*পাঁচ ফোঁড়ন =কালো জিড়ে ,মৌরি ,মেথি, জিড়ে ও সর্ষে সব মশলা সমান পরিমান

  প্রণালী :

  1. মুলোকে ধুয়ে খোসা ছাড়িয়েনিন l
  2. মুলোকে ছোট গোল গোল করে কেটে নিন l
  3. কড়াই এ সর্ষের তেল হালকা গরম করুন l
  4. এবার পাঁচ ফোঁড়ন ও হিং দিন l
  5. একটু পরে গোল করে কাটা মুলোকে কড়াই এ দিন ও নাড়া চারা করুন l
  6. হলুদগুঁড়া ও লাললঙ্কাগুঁড়া মেশান l
  7. কম আঁচে ২-৩মিনিট রান্না হতে দিন l
  8. সর্ষে গুঁড়া করে নিন l
  9. মুলো ঠান্ডা হলে লবণ ও সর্ষে গুঁড়া ভালো করে মেশান  l
  10. পুরো মিশ্রণ টি একটি শুকনো পাত্রে রাখুন l
  11. এই রান্নাতে কোনো প্রিজারভেটিভ নেই তাই অল্প পরিমানে বানান ও ফ্রিজে রাখুন l

 মুলোর আচার পরিবেশন করুন লাঞ্চ /ডিনার এ রুটি বা পরোটার সাথে l

Watch The Video Here:

 

Recipe Step By Step With Pics:

Step-1

1. Wash & peel radishes.

Step-2

2. Cut them in round thin slices. Keep aside.

Step-3

3. Warm (not heat) mustard oil in a wok/pan. Add panch-phoran to pan. Then add asafoetida.

Step-4

4. After few seconds, add round slices of radish. Add turmeric powder & red chilli powder. Stir & mix well.

Step-5

5. Cook on low flame for just 1-2 minutes. Then take the wok off the flame.

Step-6

6. Crush the Rai (small mustard seeds used for pickles).

Step-7

7. When it cools down completely, then add salt & crushed rai. Mix well.

Step-8

8. Transfer it to clean, dry & airtight jar. Since there is no preservative added, make it in small quantity & keep in refrigerator.

Serve Mooli Chanda Pickle with Lunch/Dinner or with Parathas.

SHARE
Previous articleদই ভাত /Curd Rice/vibsk-16
Next articleড্রাই ফলের মিল্ক শেক/Dry Fruit Milk Shake/vibsk-18
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here