মটর  আলুর পোলাও /Matar-Aloo Pulao/vibsk-34  

0
517

মটর  আলুর পোলাও /Matar-Aloo Pulao/vibsk-34

রেসিপি ইন বাংলা       হ্যাপি কুকিং

উপকরণ :

উপকরণ : পরিমান
1. কড়াইশুঁটি : ১ বাটি
2. আলু : ২টি মাঝারি মাপের
3. গাজর : ১টি ছোটো
4. পিঁয়াজ : ১টি ছোটো
5. টমেটো : ১টি বড়
6. কাঁচালঙ্কা : ২টি
7. ধনেপাতা : সাজাবার জন্য
8. বাসমতি চাল : ৫০০গ্রাম
9. হলুদ গুঁড়া : ১/২চামচ
10. লাল লঙ্কা গুঁড়া : ১চামচ
11. বড় এলাজ : ১টি
12. গোলমরিচ : ৭-৮ টি
13. লবঙ্গ : ৫-৬টি
14. জিরা : ১/৪চামচ
15. লবণ : স্বাদ অনুসারে
16. দেশী ঘি : ১চামচ
17. তেল : ১চামচ

 

প্রণালী :

  1. প্রেসার কুকার এ তেল গরম করুন।
  2. গোলমরিচ,বড় এলাচ,লবঙ্গ ও জিরা ফোড়ন দিন।
  3. মশলা ভাজা হলে পিঁয়াজ দিয়ে ভাজুন গ্যাস মাঝারি করে।
  4. কাঁচালঙ্কা দিয়ে পিঁয়াজ নরম করে ভাজুন।
  5. এবার আলু ,গাজার ও কড়াইশুঁটি দিয়ে ২মিনিট ভালো করে রান্না করুন।
  6. টমোটো মেশান ,হলুদগুঁড়া ,লাললঙ্কা গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ৩মিনিট রান্না করুন।
  7. এবার চাল দিয়ে সব সবজির সাথে ভালোকরে মেশান ,ঘি দিয়ে নাড়ুন।
  8. ২-১/২গ্লাস জল দিয়ে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্দ করুন ও গ্যাস বাড়িয়ে একটা সিটি দিন।
  9. একটি সিটি বাজলে গ্যাস কমিয়ে ৫-৬মিনিট রেখে গ্যাস বন্দ করে দিন ও প্রেসারে রেখে দিন।
  10. পোলাও তৈরী ,হালকা হাতে সব সবজি মিশিয়ে নিন।
  11. বাটিতে বারকরে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

      রায়তা/আঁচার দিয়ে পরিবেশন করুন মটর আলু পোলাও

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

  1. Heat the oil in a pressure cooker. Add whole black pepper, black cardamom, cloves and cumin seeds.

Step-2

2. When it starts cracking, add chopped onions and fry. Bring down the flame to medium.

Step-3

3. Add green chillies. Fry till onions are soft.

Step-4

4. Then add diced potatoes, diced carrots and green peas. Mix well and cook for 2 minutes.

Step-5

5. Add tomatoes and mix. Add turmeric powder, red chilli powder and salt. Mix well and cook for 3 minutes.

Step-6

6. Add rice to pressure cooker and mix well with vegetables. Add clarified ghee and mix well.

Step-7

7. Add 2 and ½ glasses of water. Mix well. Put the lid on pressure cooker and cook on high flame till 1 whistle. Bring down the flame to low and cook for 5-6 minutes. Put the flame off and leave the pressure cooker till all the steam is released.

Step-8

8. Pulao is ready. As vegetables settles on top, softly mix the rice with vegetables.

Step-9

9. Take out in a serving bowl. Garnish with coriander leaves.

Serve hot with Pickles and Raita.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here