ডিমের পরোটা/Anda (Egg) Paratha/vibsk-11

Read This Recipe In English: Anda (Egg) Paratha

উপকরণ :

  উপকরণ: : পরিমান:
1. ময়দা : ২৫০গ্রাম
2. ডিম : ৩টি
3. ধনেপাতা : ১/৪ছোটো বাটি
4. লাললঙ্কা গুঁড়া : ১/২চামচ
5. লবণ : স্বাদ অনুসারে
6. তেল : হালকা ভাজার জন্য

প্রণালী :

  1. একটি বাটিতে ৩টি ডিম ভেঙে নিয়ে তাতে মিহিকরে কাটা ধনেপাতা লবণ ও লাললঙ্কা গুঁড়া মেশান ।
  2. ডিম কে ভালো করে ফেটান যাতে লবণ ও লালঙ্কাগুঁড়া মিশে যায় ।
  3. ময়দা ভালোকরে মেখে নিন ।
  4. ময়দার বল করে তাকে তিকোনা করে ভাজ করে বেলনচাকিতে তেল মাখিয়ে তিকোনা করে বেলে নিনI
  5. তাওয়াগরম করে তাতে তেল মাখিয়ে পরোটা দিন আর অল্প আঁচ এ দুই দিক ভেজে নিন ।
  6. এই ভাবে তিকোনা করে পরোটা ভেজে নিন ।
  7. এবার তাওয়ার উপরে পরোটা রেখে ডিমের গোলা দিন ও আর একটা পরোটা দিয়ে ঢেকে দিন ।
  8. উপরে তেল মাখিয়ে ১/২মিনিট রাঁন্না হতে দিন এই ভাবে দুই দিক ভেজে নিন তাহলে ডিমও রান্না হয়েযাবে ।
  9. পাল্টে পাল্টে দুই দিক তেলমাখিয়ে ভালো করে ভেজে নিন ।

গরম গরম পরিবেশন করুন চাটনি বা সস এর  সাথে ।

Watch Video Here:

Recipe Step By Step:

Step-1

  1. Break eggs in a bowl and add finely chopped fresh coriander leaves, salt and red chilli powder.

Step-2

2. Beat the eggs thoroughly so that red chilli powder and salt are mixed evenly with eggs.

Step-3

3. Knead whole wheat flour & make smooth dough.

Step-4

4. Apply oil on the surface of rolling area. Take a small dough ball and fold it in a triangular shape. With rolling pin flatten it maintaining the triangle shape.

Step-5

5. Put the paratha on a heated griddle or non-stick tawa and cook on medium flame. Cook lightly on both the sides.

Step-6

 

 

6. Separate the two layers keeping the base end attached.

Step-7

7. Now, spread the egg on lower layer and cover it with upper layer.

Step-8

8. Apply oil on upper side of paratha. Cook for ½ minute this way. Egg will settle inside then flip slowly holding the open end.

Step-9

9. After flipping, apply oil on other side too. Keep the flame medium. Flip time to time till paratha is done from both side.

Serve hot with chutney/sauce and tea.

SHARE
Previous articleএগ পৰঠা/Anda (Egg Paratha)/vibsk-11
Next articleমচলা মটৰ চাত/Spicy Matar Chaat/vibsk-12
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here