ছাতু পরোটা/Sattu Paratha/vibsk-20
Read This Recipe In English: Sattu Paratha
উপকরণ :
উপকরণ | : | পরিমান | |
1. | ছাতু | : | ১০০গ্রাম |
2. | ধনেপাতা | : | ১আটি |
3. | রসুন কোয়া | : | ৭-৮টি |
4. | কাঁচা লঙ্কা | : | ৪-৫টি |
5. | লাললঙ্কা গুঁড়া | : | ১/৪চামচ |
6. | হলুদ গুঁড়া | : | ১/৪চামচ |
7. | লবণ | : | স্বাদ অনুসারে |
8. | ময়দা | : | ৩০০গ্রাম |
9. | ঘি /তেল | : | ১চামচ |
প্রণালী :
- এক চামচ ঘি ও লবণ দিয়ে ময়দা মেখে নিন নরম করে পরোটার মতো ।
- একটি মিক্সসি তে ছাতু ,কাঁচালঙ্কা ,রাসুনকোয়া ,লাললঙ্কা গুঁড়া ,হলুদ ,লবণ ও অল্প জল দিয়ে বেটে নিন ।
- বাটা মশলা একটি বাটি রেখে ধনেপাতা মেশান I
- ময়দার ছোট বল বানিয়ে তাকে হাত দিয়ে চেপে পাতলা করে নিন I
- পাতলা করা ময়দার বলের উপর ছাতুর পুর রেখে ময়দা কে চার ধার দিয়ে মুরে আবার বল বানিয়ে নিন I
- শুকনো ময়দা ছড়িয়ে পুর ভরা ময়দার বলকে হালকা করে গোল রুটির মতো বানিয়ে নিন ।
- প্যান গরম করে তাতে তেল মাখিয়ে বেলে রাখা পরোটা দিন ও পাল্টে পাল্টে লাল করে ভেজে নিন ।
গরম পরোটা পরিবেশন করুন পুদিনা চাটনি /আচারএর সাথে ।
Watch The Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
1. Add 1 tsp ghee & ¼ tsp salt to whole wheat flour. Add water & knead the flour to make soft dough. Keep aside.
Step-2
2. In a mixer, add roasted black gram, green chillies, garlic cloves, red chilli powder, turmeric powder, salt & little water. Grind coarsely. Take out the stuffing in a bowl & keep aside.
Step-3
3. Take a small ball of dough & roll it between your palms. Dust it with dry flour & flatten it. Make a small disc.
Step-4
4. Place 1 tsp stuffing in the centre of the disc. Bring together the sides, sealing the stuffing inside.Dust with flour & press softly.
Step-5
6. With rolling pin, roll the stuffed ball evenly.
Step-7