গ্রন্থ বাঁধাকপি /লালবাঁধাকপি /vibsk-04
Read This Recipe in English: Lump Cabbage |
জুম্মু ও কাশ্মীর এর রন্ধন প্রণালী
উপকরণ :
উপকরণ | : | পরিমান | |
1. | গ্রন্থ বাঁধাকপি /লালবাঁধাকপি | : | ৩-৪(পাতাসহ ) |
2. | আদাগুড়া | : | ২চামচ |
3. | গোটা জিরা | : | ১চামচ |
4. | হিং | : | ১/২চামচ |
5. | কাশ্মীরী লাললঙ্কা গোটা | : | ৫-৬টি |
6. | লবণ | : | স্বাদ অনুসারে |
প্রণালী :
এই রন্ধন প্রণালীতে গ্রন্থ বাঁধাকপি পাতাসহ রান্নাকরা হয়
- ভালো করে ধুয়ে বাইরের পাতা ছাড়িয়ে ভেতরের পাতা কুচি করে কাটা ।
- কড়াই গরম করে ১চামচ তেল দিন ।
- এবার জিরা ,হিং আদাগুড়া,কাশ্মীরী লাললঙ্কাদিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা গ্রন্থ বাঁধাকপি দিয়ে ১মিনিট ধরে ভাজতে থাকুন ।
- ভালোকরে মিশিয়ে লবণ মেশান স্বাদ অনুসারে
- ২-৩মিনিট পরে ৩গ্লাস জল দিন ।
- ঢাকা দিয়ে ৫মিনিট রান্না কুরুন বেশী আঁচে ।
- ঢাকা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে আরও ১০মিনিট রান্না হতেদিন যতক্ষণ গ্রন্থ বাঁধাকপি নরম হয় ( চামচ দিয়ে কেটে দেখুন )তাহলে রান্না তৈরী ।
গ্রন্থ বাঁধাকপি /লালবাঁধাকপি গরম ভাতের সাথে পরিবেশন করুন ।
Recipe Step By Step With Pics:
Step-1
- Wash Lump Cabbage, peel off rough outer layer and cut Lump Cabbage in slices. Roughly chop leaves also.
Step-2
2. Put cooking pot on medium flame. Add 1 tsp cooking oil.
Step-3
3. Add cumin seed, dried ginger powder, Kashmiri red chillies and asafoetida in heated oil.
Step-4
4. Fry it a little and add Lump Cabbage slices first. When all slices are in, fry it for ½ minutes & then add leaves to the pot. Mix well.
Step-5
5. Add salt as per taste.
Step-6
6. After 2–3 minutes, add 3 glasses of water.
Step-7
7. Cover & cook for 5 minutes on high flame. After 5 minutes open the lid and stir well. Cover again & cook for 10 minutes on low flame or till Lump Cabbage slices are soft.
Step-8
8. To check that Lump Cabbage is cooked, cut it with spoon. If it cuts smoothly, its done.