শুকনো জীরে কালো ছোলা অষ্টমীর প্রসাদ /Dry Cumin Black Grams For Ashtami Prasad/vibsk-43

0
484

শুকনো জীরে কালো ছোলা অষ্টমীর প্রসাদ /Dry Cumin Black Grams For Ashtami Prasad/vibsk-43

রেসিপি ইন বাংলা   হ্যাপি কুকিং

উপকরণ :

উপকরণ : পরিমান
1. কালো ছোলা : ১০০গ্রাম (সারা রাত ভিজিয়ে রাখা )
2. গোটা জীরে : ১-১/২চামচ
3. আমচুর গুঁড়া : ১-১/২চামচ
4. ভাজা জীরে গুঁড়া : ১-১/২চামচ
5. লাল লঙ্কা গুঁড়া : স্বাদ অনুসারে
6. ধনেগুঁড়া : ২চামচ
7. লবণ : স্বাদ অনুসারে
8. তেল : ১চামচ

 

প্রণালী :

  1.  আগে ভিজিয়ে রাখা কালো ছোলাকে জল ও লবণ দিয়ে প্রেসার এ সেদ্ধ হতে দিন।
  2. একটি সিটি বাজলে গ্যাস কম করে আরো ৮-১০মিনিট সেদ্ধ করুন।
  3. কালো ছোলা সেদ্ধ হলে জল ঝড়িয়ে রাখুন।
  4. কড়াইয়ে তেল গরম করে জীরে ফোড়ন দিয়ে গ্যাস কম করে দিন।
  5. ধনেগুঁড়া দিয়ে নাড়তে থাকুন।
  6. এবার কালো ছোলা দিয়ে ভালো করে মেশান।
  7. এবার আমচুর গুঁড়া ,লাল লঙ্কা গুঁড়া ,ভাজা জীরে গুঁড়া ও লবণ (সেদ্ধ করার সময় লবণ দেয়া               হয়েছিল তাই মনে হলে )ভালো করে মেশান।
  8. আঁচ মাঝারি করে আরো ৪-৫ মিনিট রান্না করুন।
  9. শুকনো জীরে কালো ছোলা তৈরী।

 শুভ অষ্টমীর দিনে কালো ছোলা পুরী ও সুজির হালুয়ার সাথে পূজার ভোগ দিতে পারেন।

Watch Video Here:

Recipe Step By Step With Pics:

Step-1

1. আগে ভিজিয়ে রাখা কালো ছোলাকে জল ও লবণ দিয়ে প্রেসার এ সেদ্ধ হতে দিন।

Step-2

2. একটি সিটি বাজলে গ্যাস কম করে আরো ৮-১০মিনিট সেদ্ধ করুন।

Step-3

3. কালো ছোলা সেদ্ধ হলে জল ঝড়িয়ে রাখুন।

Step-4

4. কড়াইয়ে তেল গরম করে জীরে ফোড়ন দিয়ে গ্যাস কম করে দিন।

Step-5

5. ধনেগুঁড়া দিয়ে নাড়তে থাকুন।

Step-6

6. এবার কালো ছোলা দিয়ে ভালো করে মেশান।

Step-7

7. এবার আমচুর গুঁড়া ,লাল লঙ্কা গুঁড়া ,ভাজা জীরে গুঁড়া ও লবণ (সেদ্ধ করার সময়           লবণ দেয়া  হয়েছিল তাই মনে হলে )ভালো করে মেশান।

Step-8

8. আঁচ মাঝারি করে আরো ৪-৫ মিনিট রান্না করুন।

Step-9

9. শুকনো জীরে কালো ছোলা তৈরী।

শুভ অষ্টমীর দিনে কালো ছোলা পুরী ও সুজির হালুয়ার সাথে পূজার ভোগ দিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here