এগ ডিলাইট/Egg Delight/vibsk-30

0
325

এগ ডিলাইট/Egg Delight/vibsk-30

উপকরণ :

  উপকরণ : পরিমান
1. ডিম সেদ্ধ : ৪টি
2. কাঁচা লঙ্কা : ৩-৪টি (মিহিকরে কাটা )
3. পিঁয়াজ : ২টি মাঝারি মাপের (মিহি করে কাটা )
4. ক্যাপসিকাম(লাল ,সবুজ ও হলুদ ) : ১টি করে ছোটো (১”করে কাটা )
5. টমেটো : ২টি ছোটো (১”করে কাটা )
6. মাশরুম : ৫-৬টি (ছোটো করে কাটা )
7. ধনেপাতা : ১ছোটো আঁটি (মিহি করে কাটা )
8. গাছ পিঁয়াজ : ২টি (মিহি করে কাটা )
9. হলুদ গুঁড়া : ১/২চামচ
10. লাল লঙ্কা গুঁড়া : ১চামচ
11. লবণ : স্বাদ অনুসারে
12 তেল : ১-১/২চামচ

 

 প্রণালী :

  1. প্যান গরম করে তাতে মিহি করে কাটা পিঁয়াজ দিন।

2. পিঁয়াজ নরম হলে হলুদগুঁড়া ,লবণ ,কাঁচালঙ্কা ও লাললঙ্কা গুঁড়া মেশান আর নাড়তে থাকুন।

3. মশলা ও পিঁয়াজ ভাজা হলে আঁচ বাড়িয়ে তাতে মাশরুম ও লাল,সবুজ,হলুদ ক্যাপসিকাম মেশান।

4. সব সবজিকে মচমচে করে ভাজুন  নেড়ে নেড়ে ডাকা দেবেন না।

5. ৩-৪ মিনিট ভাজা হলে গাছ পিঁয়াজ মেশান।

6. কিছু গাছ পিঁয়াজ সাজাবার জন্য রাখুন।

7. ২মিনিট রান্না করার পরে টমেটো মেশান ও আঁচ বাড়িয়ে নাড়তে থাকুন।

8. সেদ্ধ করা ডিম মেশান আর ৪-৫মিনিট রান্না করুন।

9. গ্যাস বন্দ করে রান্নাটা প্লেটে নাবিয়ে নিন ,গাছ পিঁয়াজ আর ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন।

     ডিমকে হাফ/চার টুকরো করে পরিবেশন করুন

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

  1. Heat oil in a pan and add finely chopped onions to it.

Step-2

2. When onions turn soft, add green chillies, turmeric powder, salt and red chilli powder and stir.

Step-3

3. Once onions and spices roasted, bring flame to high and add mushrooms to the pan, stir, add bell peppers.

Step-4

4. To keep vegetables crispy, cook on high flame without cover and stir continuously.

Step-5

5. After cooking for 3-4 minutes add spring onions to pan. Save some spring onions for garnishing.

Step-6

6. After 2 minutes, add tomatoes and cook on high flame. Keep stirring.

Step-7

7. Add boiled eggs to pan and cook for 4-5 minutes.

Step-8

8. Put the flame off and garnish with spring onions and coriander leaves.

Cut the eggs in halves or 4 pieces. Serve hot.

SHARE
Previous articleএগ  ডিলাইট /Egg Delight/vibsk-30
Next articleமுட்டை டிலைட்/ Egg Delight/vibsk-30
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here